নিলু-বিলু জমজ বোন। আরেক বোন সেতারার জন্মের পর ওদের মা অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। এরপর বাবার একক ভালবাসায় তারা ৩ বোন বেড়ে উঠতে থাকে। এখানে আছে বাবার ভালোবাসায় পরিচালিত এক পরিবারের গল্প, এসেছে যমজ বোনের ভালোলাগা-ভালোবাসার চিত্র। একসময় ওরা খুঁজে পায় তাদের ভালোবাসার মানুষকে। এর মধ্যেই ঘটে আরও কিছু ঘটনা। ‘তোমাকে’ জীবনের এক মিশ্র অনুভূতির উপন্যাস। সহজাত ভাষার কারণে এটি উঠে এসেছে হুমায়ূন আহমেদের সেরা বইয়ের তালিকায়।
হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর বাংলা ভাষার জনপ্রিয়তম কথাসাহিত্যিক। তাঁকে বাংলা কথাসাহিত্যের সংলাপপ্রধান নতুন শৈলীর জনক বলে অভিহিত করা হয়। অন্যদিকে তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থ তিন শতাধিক। হুমায়ূনের অনেক গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। রসায়ন বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী এই লেখক লেখালেখির খাতিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে দেন। তুমুল জনপ্রিয়তার শীর্ষে আরোহন করে তিনি বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন মিসির আলী, হিমুর মতো জনপ্রিয় চরিত্র। বাংলা সাহিত্যে অবদানের জন্য বহু পুরস্কার তিনি লাভ করেছেন। এর মধ্যে ১৯৯৪ সালে একুশে পদক ও ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অন্যতম। ২০১২ সালে তিনি প্রয়াত হন।