Product Summery
শিশু-কিশোর ছোট মনের গভীরে কল্পনার নানা রঙে তাদের উন্মানা করে তোলে। তাদের নিয়ে যায় অবাস্তব আর অসম্ভবের আঙিনায়। তাই তারা তাদের সেই রঙিন ভূবনে অসম্ভবের মাঝেও খুঁজে পায় স্বপ্নে ঘেরা রঙিন এ ‘চমৎকার’-কে।। আর তাতেই তাদের মন ভরে ওঠে। আনন্দে নেচে ওঠে সুকোমল ছোট্ট হৃদয়। আবার কখনও কখনও কঠিন বাস্তবের মুখোমুখিও হতে হয় তাদের। সয়ে নিতে হয় ছোট ছোট ভুল, ছোট ছোট ব্যথা। তাই সত্য আর স্বপ্নের মায়জালে ঘেরা এই গল্পগুলো তাদের কাছে হয়ে উঠবে দারুণ উপভোগ্য। কোনো কোনো গল্পে ভিনগ্রহের অদ্ভুত প্রাণিরা যেমন চমকে দেবে পাঠকদের, তেমনি কোনো গল্প আবার পাঠকদের এনে দেবে রহস্যের আস্বাদ। কোনো গল্প পাঠকদের দাঁড় করাবে কঠিন সত্যের মুখোমুখি। আর সেই সঙ্গে ত্যাগ আর তিতিক্ষার ঘেরা মুক্তিযুদ্ধের এক টুকরো গল্পও জানা যাবে কোনো গল্পে। গল্পগুলো নানাভাবে রোমাঞ্চ জাগাবে তাদের মনের গহিনে। এক অদ্ভুত ভালোলাগায় ভরে উঠবে হৃদয়।
No review found