Product Summery
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। মালিক মুহম্মদ জায়সী এর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন।
No review found