Udbhranta Prem

উদ্‌ভ্রান্ত প্রেম

Product Summery

পূর্ণিমার শশী তর তর করিয়া আপন মনে কোথায় যাইতেছ, একবার দাঁড়াও দেখি হে! দাঁড়াও; একবার ভালো করিয়া তোমায় দেখি। এ দুঃখের মনুষ্য-জীবনে দুঃখ অনন্তবিধ; কিন্তু মর্মান্তিক দুঃখ এই যে, কিছুই ভালো করিয়া দেখা হয় না। যাহা কিছু দেখিলাম, যাহা দেখিয়া মোহিত হইলাম, যাহা দেখিয়া আবার দেখিবার জন্য লালায়িত হইলাম- কিছুই ভালো করিয়া দেখা হইল না। কুসুম দেখিতে দেখিতে শুকাইয়া গেল; ইন্দ্রধনু দেখিতে না দেখিতে মিলাইয়া গেল; ক্ষণপ্রভা যেমন ভাসিল, অমনি ডুবিল—কিছুই নয়ন ভরিয়া দেখা হইল না। আর কুসুমের সৌকুমার্য, বিদ্যুতের শোভা, ইন্দ্রধনুর বৈচিত্র্য, সায়াহ্ন-গগনের কোমলতা, বসন্ত-পবনের মাধুরী, চন্দ্ররশ্মির পবিত্রতা-যেখানে একাধারে মিলিত দেখিলাম, তাহাও কোথায় চলিয়া গেল?

Tab Article

পূর্ণিমার শশী তর তর করিয়া আপন মনে কোথায় যাইতেছ, একবার দাঁড়াও দেখি হে! দাঁড়াও; একবার ভালো করিয়া তোমায় দেখি। এ দুঃখের মনুষ্য-জীবনে দুঃখ অনন্তবিধ; কিন্তু মর্মান্তিক দুঃখ এই যে, কিছুই ভালো করিয়া দেখা হয় না। যাহা কিছু দেখিলাম, যাহা দেখিয়া মোহিত হইলাম, যাহা দেখিয়া আবার দেখিবার জন্য লালায়িত হইলাম- কিছুই ভালো করিয়া দেখা হইল না। কুসুম দেখিতে দেখিতে শুকাইয়া গেল; ইন্দ্রধনু দেখিতে না দেখিতে মিলাইয়া গেল; ক্ষণপ্রভা যেমন ভাসিল, অমনি ডুবিল—কিছুই নয়ন ভরিয়া দেখা হইল না। আর কুসুমের সৌকুমার্য, বিদ্যুতের শোভা, ইন্দ্রধনুর বৈচিত্র্য, সায়াহ্ন-গগনের কোমলতা, বসন্ত-পবনের মাধুরী, চন্দ্ররশ্মির পবিত্রতা-যেখানে একাধারে মিলিত দেখিলাম, তাহাও কোথায় চলিয়া গেল?

Tab Article

চন্দ্রশেখর মুখোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। পত্রিকায় প্রকাশিত তাঁর প্রবন্ধগুলো নিয়ে ১৮৮৫ সালে ‘সারস্বত কুঞ্জ’ নামে একটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো- উদ্ভ্রান্ত প্রেম, মশলা বাঁধা কাগজ, সারস্বত কুঞ্জ, স্ত্রী-চরিত্র, কুঞ্জলতার মনের কথা, রামবসুর বিরহ, মৃন্ময়ী, রসসাগর।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for উদ্‌ভ্রান্ত প্রেম !

এ রকম আরও বই