Buro Aangla

বুড়ো আংলা

Product Summery

"বুড়ো আংলা বাংলা সাহিত্যের এক অনন্য ইতিহাস। এক দুরন্ত শিশুর শৈশবের দুরন্ত দিনের দিনলিপি আঁকতে গিয়ে বইটির লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর তুলে এনেছেন ভারতবর্ষীয় সংস্কৃতি আর পৌরাণিক পরম্পরার শাখা-প্রখাশা। বাঙালির শৈশবের এমন চিত্রপট রচনা হয়তো বাংলা সাহিত্যে খুব কমই আছে। গল্পের নায়ক, রিদয়। কিন্তু ছেলেটা আসলে হৃদয়হীন। যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। মানুষ, পশুপাখি, কীটপতঙ্গ—সব্বাই অতিষ্ট তার জ্বালাতনে। ঘটনাক্রমে রিদয়ের কপালে লাগলো গণেশঠাকুরের অভিশাপ। অভিশাপের কারণে রিদয় বুড়ো আঙুলের মতো বুড়ো আংলা বা যক হয়ে গেল । গণেশঠাকুরের শাপে বুড়ো আংলা রিদয় তারপর যা যা করল; আর যা যা দেখল—তাই নিয়েই এই কৌতূহলকর উপন্যাস, ‘বুড়ো আংলা’। গল্পের খিদে যেমন মেটায় এই কাহিনী, সেইসঙ্গে পরিচয় করিয়ে দেয় ঔপন্যাসিকের কলম, শিল্পীর তুলি আর কবির কল্পনা—এই তিনের দুর্লভ সংমিশ্রণ ঘটেছে অবনীন্দ্রনাথের এই আসামান্য সৃষ্টিকর্মে। যা বাংলা সাহিত্যের এক নক্ষত্র।"""

Tab Article

"বুড়ো আংলা বাংলা সাহিত্যের এক অনন্য ইতিহাস। এক দুরন্ত শিশুর শৈশবের দুরন্ত দিনের দিনলিপি আঁকতে গিয়ে বইটির লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর তুলে এনেছেন ভারতবর্ষীয় সংস্কৃতি আর পৌরাণিক পরম্পরার শাখা-প্রখাশা। বাঙালির শৈশবের এমন চিত্রপট রচনা হয়তো বাংলা সাহিত্যে খুব কমই আছে। গল্পের নায়ক, রিদয়। কিন্তু ছেলেটা আসলে হৃদয়হীন। যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। মানুষ, পশুপাখি, কীটপতঙ্গ—সব্বাই অতিষ্ট তার জ্বালাতনে। ঘটনাক্রমে রিদয়ের কপালে লাগলো গণেশঠাকুরের অভিশাপ। অভিশাপের কারণে রিদয় বুড়ো আঙুলের মতো বুড়ো আংলা বা যক হয়ে গেল । গণেশঠাকুরের শাপে বুড়ো আংলা রিদয় তারপর যা যা করল; আর যা যা দেখল—তাই নিয়েই এই কৌতূহলকর উপন্যাস, ‘বুড়ো আংলা’। গল্পের খিদে যেমন মেটায় এই কাহিনী, সেইসঙ্গে পরিচয় করিয়ে দেয় ঔপন্যাসিকের কলম, শিল্পীর তুলি আর কবির কল্পনা—এই তিনের দুর্লভ সংমিশ্রণ ঘটেছে অবনীন্দ্রনাথের এই আসামান্য সৃষ্টিকর্মে। যা বাংলা সাহিত্যের এক নক্ষত্র।"""

Tab Article

ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক অবনীন্দ্রনাথ ঠাকুর ১৮৭১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ও পিতামহ ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এ সুবাদে তিনি ছোটবেলাতেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন। পড়াশোনা সংস্কৃত কলেজে। ১৮৯০ সালে রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হন। যুক্ত হন কবিতার সাথে, নাটকের সাথে। ১৮৯৬ সালে কোলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। গল্প, কবিতা, চিঠিপত্র, শিল্প আলোচনা, যাত্রাপালা, পুঁথি, স্মৃতিকথা সব মিলিয়ে তাঁর প্রকাশিত রচনা সংখ্যা প্রায় চারশ’। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যের রয়েছে- ‘শকুন্তলা’, ‘ক্ষীরেরপুতুল’, ‘রাজকাহিনী, ‘ভূত পত্রীর দেশ’, ‘নালক’, ‘বুড়ো আংলা’, ‘রং বেরং’, ‘ভারত শিল্পে মূর্তি’ ইত্যাদি।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for বুড়ো আংলা !

এ রকম আরও বই