Product Summery
আমার বিশ্বাস, জীবনমুখী শিক্ষা ছাড়া শিক্ষা আদতে শিক্ষা নয়। আর যে শিক্ষায় জীবন নেই, সে শিক্ষায় তো স্বাভাবিকভাবেই আনন্দ নেই। এবং ওদিকে মনীষীরাও বলে গেছেন যে, আনন্দবিহীন শিক্ষাও আসলে শিক্ষা নয়। তাহলে কি? হ্যাঁ, সে শিক্ষা হয়ে ওঠে অপরের স্বপ্ন চাপিয়ে দেয়া শিক্ষা! তাই যে শিক্ষায় আনন্দ পাওয়া যায়, যে শিক্ষা জীবনমুখী, যে শিক্ষা জীবন নিয়ে ভাবতে শেখায়, যে শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট, এমন শিক্ষাই তো শিক্ষা! তত্ত্বীয় সব জ্ঞানও যদি দৈনন্দিন জীবনের সাথে এক করে মিলিয়ে অর্জন করা যায়,তত্ত্বীয় সব পড়াশুনাও যদি দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে করা যায়, তবেই তো ত্রূপের তাস আপনার হাতে! তাই নয় কি? এই বইয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে, আপনার ভাবনার দেয়ালে জোরে একটা কষাঘাত করা, একটু নাড়িয়ে তোলা, আপনার মস্তিষ্ককে একটু ব্যায়াম করানো! বিশেষ করে, পরীক্ষা ভীতি দূর করা এবং শিক্ষার আনন্দটা ফিরিয়ে আনা! প্রধান উদ্দেশ্য হচ্ছে, সবাই পড়া বুঝিয়ে দেয় কিন্তু কেউ বুঝায়না পড়তে কিভাবে হয়! তাই যদি, কিভাবে পড়তে হয় সেটা বুঝানো যায়, তাহলে আর কারো পড়া বুঝিয়ে দিতে হবেনা।তখন নিজেই নিজের ইন্সট্রাকটর হয়ে উঠতে পারবে একজন শিক্ষার্থী! তবে আনন্দ শিক্ষাযজ্ঞে স্বাগতম!!
No review found