Product Summery
রবিন হুড ইংল্যান্ডের একজন অত্যন্ত জনপ্রিয় দস্যু। রবিন হুডকে নিয়ে ইংল্যান্ডে লেখা হয়েছে অসংখ্য গীতি কবিতা; যা শীতের সন্ধ্যায় কৃষক-শ্রমিকরা গানের সুরে আবৃত্তি করতো। রবিন হুড ছিল বীর, দক্ষ তীরন্দাজ। সে তলোয়ার চালনায় চমৎকারিত্ব দেখাতো বলেও জানা যায়। ইংল্যান্ডের প্রাচীন উপকথাগুলিতে রবিন হুডের বীরত্ব, দরিদ্র প্রজা সাধারণের অকৃত্রিম বন্ধু ও সহায়তাকারী চরিত্র হিসেবে চিত্রিত। প্রচলিত ধারণা ছিল, রবিন হুড সম্পদশালীদের নিকট থেকে অর্থসম্পদ কেড়ে নিয়ে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতো।