Product Summery
দেবদাস ও পার্বতী ছেলেবেলার সাথী। মান-অভিমান, দুষ্টুমি আর ঝগড়াঝাটি করেই তাদের বেড়ে ওঠা। দশ বছর পর দেব বিলেত থেকে গ্রামে ফিরেই পা রাখে পারুদের বাড়িতে। পার্বতীও যেন এতোদিন অপেক্ষায় ছিলো দেবদাসের! পারুর মা বিয়ের প্রস্তাব নিয়ে গেলে দেবের মা তাকে নিচু বংশের বলে অপমান করে ফিরিয়ে দেয়। ক্ষুব্ধ হয়ে পারুকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মা। এদিকে এতো সংঘাতের পরও পারু ভালোবাসে দেবকেই।
No review found