Product Summery
ড্রয়িংরুমে বেশ কিছুক্ষণ হল বসে আছে মইন। সাথে রাজিব আর সায়েমও আছে। ভিতরের রুমে কথা বলতে গেছে অপর্ণা এবং সেঁজুতি। পত্রিকা অফিসের সম্পাদককে অনুরোধ করে ঠিকানা নিয়ে এই বাসা খুঁজে বের করেছে ওরা। কলিংবেল দিতেই একজন কাজের মানুষ দরজা খুলে দিলেন। খুব সাধারণ মধ্যবিত্ত এক পরিবার। মেয়েটার বাবা বেঁচে নেই। সংসার বলতে কেবল মা আর মেয়ে। রুমের দেয়ালে ঝুলিয়ে রাখা ছবি দেখেই বোঝা যাচ্ছে ছবির মানুষটিই একসময় এই পরিবারের প্রধান ছিলেন। হঠাৎ সামনে থেকে অপর্ণা আর সেঁজুতি দেখল একজন মধ্যবয়সী মহিলাকে ধরে ধরে রুমের দিকে নিয়ে আসতে। মহিলাটি বারবার শুধু আঁচলে চোখ মুছছিলেন।