Product Summery
দুয়ারে কড়া নাড়ছে ফাল্গুন। ফাগুন দিনে- ভালোবাসার তুমুল কলরোলে মনের গভীর থেকে ভেসে আসে অন্য এক সুবাস। ২১টি প্রেমের গল্পগ্রন্থের একেকটি গল্পে যেন সেই সুবাস মেখে আছে। কলম আর কালির রঙ-তুলিতে ২১ তরুণ এঁকেছেন জীবনের নানা জলছবি। গল্পে কত শত বিষয় যে আসতে পারে; উপস্থাপন ঢংয়ের ভিন্নতা; সংলাপ আর সংলাপহীনতার যোজনা কিংবা মানব-মানবীর সম্পর্কের রকমফের। গল্পগুলো না পড়লে বোঝা মুশকিল; এর ভূগোল। কী আছে তার তালিকা দীর্ঘ না করে বরং আমরা বলতে পারি কী নেই এই ২১ গল্পে। বরং আমরা লেখক সূচিটা দেখে নেবার জন্য অনুরোধ রাখতে পারি পাঠকদের। আসুন এক পলকে দেখে নিই- বৃষ্টি ও কবিতা - আহমেদ রউফ, এটা কি ভালোবাসা? - আবীর মোদক, ছাত্রী - অরবিন্দ পান্তি, প্রেম কিংবা অপ্রেমের গল্প - আরিফুন নেছা সুখী, নেক্রপলিস - দেওয়ান তাহ্সিন আবরার, এমন দিনে তারে - হাসান অরিন্দম, আঁধারে তুমি আলো - ফারজানা ফাইরুজ তানিশা, ঘড়ির কাঁটা - ফারজানা রহমান মুনমুন, তোমার জন্যে প্রিয়তমা - পার্থসারথি, কার গলায় জয়মালার মালা - এস এম শাহাব উদ্দিন, কাজল চোখের অভিমানী মেয়ে -ইশরাত জাহান ইকরা, পিঁপড়ের লাইন - মতিন সৈকত, ভবঘুরে - মুহতাসিম মুনিম, ঝরা ফুল দলে - নুজহাত ইসলাম নৌশিন, নিশিপক্ষী - নূরে জান্নাত, প্রথম দেখা প্রথম পরিচয় - প্রজীৎ ঘোষ, পূর্ণতা - নাজমুল হাসান, রোদ মেঘ - সাকিবুর রহমান সিফাত, মিছেমিছি মন দিছি - শাহরিয়ার ইমন, বিষণ্ণ গোধূলি - শেখ রাসেল পারভেজ, সুপ্তিকথন - সাকিব প্রধান অনিক, তবুও ভালোবাসলাম - শাহনাজ মিজান।
প্রিভিউ দেখলাম! ভালো লাগলো! পড়তেও আরামদায়ক অ্যাপস!
শানজিদা খান 2021-11-22 23:59:32