Ek Je Chilo Tuni

এক যে ছিল টুনি

Product Summery

দেখতে দেখতে ফাগুন মাস এসে গেল। আহ কী সুন্দর দিন! দিনভর রোদ, রাতভর জ্যোৎস্না। বাতাসে ফুলের গন্ধ। চারদিকে পাখপাখালির ডাক। এ সবের কিছুই ভাল লাগে না টুনির। মাঝ রাতের দিকে রোজ ঘুম ভেঙে যায় টুনির। হঠাৎ করে। তারপর কিছুতেই আর ঘুম আসে না। পাশে শুয়ে মা ঘুমোন। তার শ্বাস-প্রশ্বাসের শব্দ পাওয়া যায়। ঘরের ভেতর নিবুনিবু হারিকেনের ম্লান আলোটা একচোখ ভূতের মতন জ্বলে। বাইরের গাছপালায় মৃদু বাতাসের চলাচল। টিনের চালের পাতা ঝরার শব্দ। একটু একটু শীত করে টুনির। একটু একটু ভয়। মার গায়ের সঙ্গে ঘন হয়ে মিশে থাকে টুনি।

Tab Article

দেখতে দেখতে ফাগুন মাস এসে গেল। আহ কী সুন্দর দিন! দিনভর রোদ, রাতভর জ্যোৎস্না। বাতাসে ফুলের গন্ধ। চারদিকে পাখপাখালির ডাক। এ সবের কিছুই ভাল লাগে না টুনির। মাঝ রাতের দিকে রোজ ঘুম ভেঙে যায় টুনির। হঠাৎ করে। তারপর কিছুতেই আর ঘুম আসে না। পাশে শুয়ে মা ঘুমোন। তার শ্বাস-প্রশ্বাসের শব্দ পাওয়া যায়। ঘরের ভেতর নিবুনিবু হারিকেনের ম্লান আলোটা একচোখ ভূতের মতন জ্বলে। বাইরের গাছপালায় মৃদু বাতাসের চলাচল। টিনের চালের পাতা ঝরার শব্দ। একটু একটু শীত করে টুনির। একটু একটু ভয়। মার গায়ের সঙ্গে ঘন হয়ে মিশে থাকে টুনি।

Tab Article

ইমদাদুল হক মিলন বাংলা ভাষার জনপ্রিয় কথাসাহিত্যিক। গল্প, উপন্যাস ও নাটক এই তিন শাখাতেই তিনি সিদ্ধহস্ত। ‘কিশোর বাংলা পত্রিকা’য় একটি শিশুতোষ গল্প লিখে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এপার-ওপার দুই বাংলায়ই তিনি তুমুল জনপ্রিয়। তাঁর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাসের মধ্যে 'নূরজাহান' অন্যতম। এ ছাড়া অধিবাস, পরাধীনতা, কালাকাল, পরবাস, কালোঘোড়া, মাটি ও মানুষের উপাখ্যান, জীবনপুর, লিলিয়ান উপাখ্যান, কবি ও একটি মেয়ে, পর, সাড়ে তিন হাত ভূমি প্রভৃতি তাঁর অন্যতম রচনা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের লৌহজং থানার পয়সা গ্রামে।

ADD A REVIEW

Your Rating

0 REVIEW for এক যে ছিল টুনি !

এই লেখকের আরও বই

এ রকম আরও বই