Product Summery
‘ছোটরা যেদিন বাড়ির কর্তা’ কথাসাহিত্যিক আনিসুল হকের একটি কিশোর উপন্যাস। উপন্যাসের গল্পে দেখা যায়, তপু আর তনুর মা ভীষণ কড়া। সামান্য অনিয়ম হলেই শাস্তি দেন সন্তানদেরকে। তাদের মা বাসায় একটা আলাদা তালিকা করে রেখেছেন ‘ক্রাইম এন্ড পানিশমেন্ট- শিরোনামে। যেখানে উল্লেখ আছে তার সন্তানরা অপরাধ করলে কি শাস্তি পাবে। এবং অপরাধ করলে তিনি তার বিধান অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় একদিন তপুকে বাথরুমে আটকে রাখা হলো। পরে বাথরুম খুলে দেখা গেলো তপু নাই। এই রহস্য উদ্ঘাটনের পর তাদের নানা ছোটদের বাড়ির কর্তা বলে ঘোষণা করেন। লেখক এই উপন্যাসে গল্পচ্ছলে ছোটদেরকে গণতন্ত্র সম্পর্কে একটি সাম্যক ধারনা দিয়েছেন।