Product Summery
গোরস্তানের অদূরে একটা গভীর কালো জলের দিঘি। পতিত দিঘিটা ভাল না। বিলে মাছ মারতে বেরিয়ে কত লোক যে এই দিঘিতে ডুবে মরেছে। দিনে-দুপুরেও দিঘিটার সামনে দিয়ে একা চলাফেরা করতে লোকে ভয় পায়। কখন কনথনাইয়া এসে চুবিয়ে মারবে দিঘিতে। সেই দিঘিটার সামনে এসেই হঠাৎ করে কাদের খাঁর কথা মনে পড়ে কালাবদ্যির। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেঁপে ওঠে। হায় হায়, করলাম কী এইডা। তখন আর কিছু করার নেই। বিলের দুদিকে গ্রাম মাইলখানেক করে দূর। ফিরে যাওয়ার উপায় নেই। কী করে, কালাবদ্যি কী করে। আল্লা খোদার নাম নিয়ে দ্রুত পা চালায়। দিঘিটা মাত্র পেরিয়েছে হঠাৎ চারপাশে শোনে শা শা শব্দ। আকাশ অন্ধকার হয়ে আসছে। ঝড় বৃষ্টি নামবে নাকি!
No review found