Tab Article
ফরিদুর রেজা সাগর একজন বাংলাদেশী লেখক, টিভি ব্যক্তিত্ব ও প্রযোজক। তার বাবা ফজলুল ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক। মা কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাল্য বয়সে সাগর তার বাবার পরিচালনায় শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেন। ফরিদুর রেজা সাগরের লেখা কিশোর ফিকশন ছোট কাকু সিরিজ শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০০৫ সালে শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৫ সালে গণমাধ্যম শাখায় একুশে পদক লাভ করেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো- ঢাক বাজলো ঢাকায়, ছোট কাকু, মেঘনা ও গল্পবুড়ো, দেখা অদেখা মুখ।
No review found