‘শহরে অদ্ভুত জন্তু’ একটি কিশোর রহস্য উপন্যাস। এক অদ্ভুত জন্তুর ভয়ে সারা শহর মৃতপ্রায়। নির্জন রাস্তা। ঘন অন্ধকার। ক্রাচে ভর দিয়ে বেরিয়ে পড়েছে রাজু। ক্লাস সিক্সে পড়ে সে। ওর একটা পা নেই। এক জলপাই রঙের ট্রাক কেড়ে নিয়েছে ওর পা। অকুতোভয় রাজু উন্মোচন করতে চায় জন্তুর রহস্য। ওর সঙ্গে যোগ দিয়েছে আরো দু’জন- বাবলু আর মনজু। গভীর রাতে ভয়ের অন্ধকার চিরে শহরের পথে পথে হাঁটছে তিন বালক। খুঁজে ফিরছে জন্তু রহস্য।
জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের জন্ম নীলফামারী জেলায়। বুয়েটে পড়ার সময় থেকে কবিতা লেখায় ঝোঁক তৈরি হয়। সাংবাদিকতায়ও রয়েছে তাঁর বিশেষ খ্যাতি। আনিসুল হকের আলোচিত উপন্যাস ‘মা’, ‘আমার একটা দুঃখ আছে’, ‘বীর প্রতীকের খোঁজে,’ ‘নিধুয়া পাথার, ‘সেঁজুতি’, ‘তোমার জন্য’, ‘৫১বর্তী’, ‘আবার তোরা কিপ্টা হ’, ‘বেকারত্বের দিনগুলিতে প্রেম’, ‘ফাল্গুন রাতের আঁধারে’, ‘আয়েশামঙ্গল’, ‘বারোটা বাজার আগে’, ‘বিক্ষোভের দিনগুলিতে প্রেম’, ‘ভালোবাসা আমি তোমার জন্য কাঁদছি’, ‘যারা ভোর এনেছিল’ প্রভৃতি।