Product Summery
মূল নায়িকা প্রফুল্ল, এক সাধারন মেয়ে। মাকে নিয়ে ভিক্ষা করে সংসার চালাত। প্রফুল্ল বাল্যকালে খুবই রুপবতী ও গুণী ছিল। সে সব কাজ পারতো। জমিদার হরবল্লভ রায়ের একমাত্র পুত্র ব্রজেস্বরের সাথে ওর বিয়ে হয়। কিন্তু কিছুদিন না যেতেই তাকে নিজের বাড়িতে আবার ফিরে আসতে হয়।কারণ তার শ্বশুর সমাজপতিদের কথায় ওকে তাড়িয়ে দেয়। এরপর গল্পটি মোড় নেয় অন্যদিকে। সহজ-সরল প্রফুল্ল কী করে কঠিন চরিত্রের ডাকু রানী হয়ে ওঠে, সেটিই বর্ণনা করেছেন লেখক।
প্রচুর টাইপিং মিস্টেক! পড়তে কষ্ট হইসে কিছুটা। তবে বানান ভুলের সংখ্যা কম। আর গল্পের কথা কী ক'বো... বাংলা সিনেমার আশি-নব্বইর দশকের গল্প-আবেগের উৎস কোথায়, এটা পড়ে টের পেলাম!
Ahmad Al Razi 2021-08-28 20:18:59