Product Summery
পর্দা ঘেরা রিক্সা থেকে বেঁকে নামিয়ে দিয়ে সেকেন্দার যখন ফিরে যাবে তখন তার পাঞ্জাবির খুটি ধরে পরীবানু আবদার জানাল, হাপ্তায় একদিন কইরা আসবেন। আর আমার লাইগা কলিকাতার শন পাপড়ি একঘাচি লইয়া আইবেন। সেকেন্দার বাধ্য স্বামীর মতো বলেছিল, আচ্ছা। সেই শনপাপড়ি আনার সুযোগ আর তার আসেনি। খবর এসেছিল। ভয়ংকর।
No review found