Product Summery
নিস্তব্ধ রাত। নূর গভীরভাবে চিন্তা করে চলেছে। ঘরের আলো নেভানো। আকাশে চাঁদ হাসছে। জানালা দিয়ে জোছনার আলো ছড়িয়ে পড়েছে খাটের ওপরে। নূর সিগারেট পান করছিলো আর ভাবছিলো মন্ত্রী বাহাদুরের অদ্ভুত মৃত্যর কথা। মন্ত্রী বাহাদুরকে এমন অবস্থায় হত্যা করা হয়েছে যখন তিনি মদ ও নারী নিয়ে ব্যস্ত ছিলেন! পকেট থেকে একটা ভাঙা কাঁচের চুড়ির অংশ বের করলো নূর। জোছনার আলোতে চিকচিক করছিলো চুড়ির টুকরাখানা। মন্ত্রীসাহেব যে খাটের পাশে নিহত অবস্থায় পড়ে ছিলেন, সেই খাটের ওপরে বিছানায় নূর এটা পেয়েছিলো।
No review found