Product Summery
মৌলির একটি হাত নিজের হাতে তুলে নিয়ে বলি, আপনার স্পর্শ আমার জন্য মিডাস টাচের মতো। জানি না কবে থেকে শুরু হয়েছিল টুকটাক ছোঁয়াছুঁয়ি। দেখা হতো বিভিন্ন অনুষ্ঠানে। আমি হয়তো একটি বাৎসরিক রম্য পুরস্কারের অনুষ্ঠান পরিচালক। সে এসেছে গাইতে। গ্রিন রুমে সে মাথা নিচু করে কো-গায়কের সঙ্গে কথা বলছে। আমায় দেখে নি। সামনে থেকে তার মাথাটি জড়িয়ে ধরলাম। একদম হৃৎপিণ্ডের কাছে। সে চমকে উঠে হাসল সামান্য- কখন এলে?