Product Summery
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছবির প্রেমে পড়ে খালেদ।ছবিকে হারানোর বিরহে খালেদ এবনরমাল আচরণ করতে শুরু করে। অন্যদিকে ফিরোজও ছবি’র প্রেমে পড়ে।ত্রিভুজ প্রেমের উপন্যাস। খালেদ আনমনে হঠাৎ একদিন বাড়ি থেকে বের হয়ে ট্রেনে চড়ে এক স্কুল মাস্টারের পিছু পিছু তাঁর বাড়ি গিয়ে ওঠে। ভদ্রলোক একটা স্কুলের হেডমাস্টার। তাঁর মেয়ের নামও ছবি। খালেদ এই ছবিকে তার প্রেমিকা ছবি ভাবতে শুরু করে। শুরু হয় অন্য এক গল্প!