Product Summery
সন্ধ্যার পর এক সময় হঠাৎ করে কানের কাছে বেজে ওঠে রিনরিনে একটা শব্দ। প্রথম দূরে থেকে আসে শব্দটা তারপর ক্রমশ কাছাকাছি হয়। শুনে মাথার ভেতর টলমল করে ওঠে আমার। চমকে টেলিফোন তুলি। হ্যালো। কোনও শব্দ আসে না। আমি আবার বলি, হ্যালো। ওপাশ থেকে কোনও শব্দ আসে না। আমি চিৎকার করে বলি, হ্যালো।