Product Summery
রাফাত সাহেব ছোটবেলা থেকেই খুব বই পড়তে পছন্দ করতেন। অবশ্য উনি একনিষ্ঠ পাঠক ছিলেন, লেখালেখির ব্যাপারটা মাথায় ছিল না। বন্ধু আদিল হাসানই লেখালেখির ব্যাপারটা ওনার মাথায় ঢুকিয়েছেন। বন্ধুবর বলেছিলেন, “দোস্ত তুই এত পড়িস। লিখলেই পারিস। প্রকাশের দায়িত্ব আমার।” কথাটি হয়তো উনি নিছকই কথার ছলেই বলেছিলেন কিন্তু রাফাত সাহেবের মাথায় ব্যাপারটি ঢুকে গেল। শুধু যে ঢুকলো তা না বরং রক্তচোষা জোঁকের মতো ঢুকে গেল। রক্তচোষা না বলে বলা ভালো মগজচোষা জোঁক। মাথার মধ্যে মগজচোষা জোঁকটি প্রতি মিনিটে মিনিটে টোকা দিতে লাগলো। মিহি স্বরে বলতো যেন, ‘লিখতে হবে, লিখতে হবে। লিখতেই হবে। কী ব্যাপার এখনও লেখা শুরু করছেন না কেন?’ কিন্তু বিচিত্র কোনো কারণে রাফাত সাহেব লিখতে পারেন না। তার সৃষ্ট চরিত্রগুলো ওনার নিয়ন্ত্রণে থাকে না। ওরা হয়ে যায় স্বাধীন সত্ত্বা। অবশেষে কী তিনি লিখতে পারবেন? কী ছিল সেই লেখা!
ছোটগল্প। ইউনিক কিছু না হলেও বেশ ভালোই। খারাপের মধ্যে বারবার 'তো যা বলছিলাম' শব্দাংশের ব্যবহার বেশ দৃষ্টিকটূ লেগেছে। এছাড়া গল্পটা বেশ উপভোগ্য ছিল৷
Zahidul Islam Tamim 2022-05-03 21:46:23
Bah , besh bhinnorokom ekta golpo. bhalo legeche.
Ragib Mahmud 2022-04-27 09:14:25