ফাহ্‌মিদা বারী
ফাহ্‌মিদা বারী
জন্ম : 23rd November
Followers : 28

বায়োগ্রাফি : জন্ম ২৩শে নভেম্বর, ১৯৭৫। পেশায় পুর প্রকৌশলী। কর্মরত আছেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে। লেখালেখির সূত্রপাত সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই। প্রকৌশলবিদ্যার খটমট জগতেও সাহিত্যের ঘুনপোকারা গড়ে নিয়েছে আপন ভুবন। বিরোধকে পাশ কাটিয়ে এখনো একই গৃহে তাদের শান্তিময় সহাবস্থান। বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা এগারটি। এর মধ্যে ছয়টি উপন্যাস, চারটি গল্পগ্রন্থ ও একটি অনুবাদ গল্পগ্রন্থ। লেখনীতে জীবনকে তুলে আনতে ভালোবাসেন। তাই ভালোবাসেন জীবনধর্মী ঘরানায় লিখতে। মানুষের জীবনের বিচিত্র আখ্যান ও বৈচিত্রময় জীবনবোধ তার লেখার অন্যতম উপজীব্য।