নাজিম রেজা
নাজিম রেজা
জন্ম :
Followers : 23

বায়োগ্রাফি : নাজিম রেজার পৈতৃক নিবাস চাঁদপুরে। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ছেলেবেলা থেকেই বড় দুই ভাইয়ের তিন গোয়েন্দা, মাসুদ রানা বই পড়া দেখেই হয়তোবা বইয়ের প্রতি ভালোবাসা জন্মেছে। তাই পরবর্তীতে, সেইসব বইয়ের পাশাপাশি দীর্ঘ একটা সময় ধরে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল এবং মোশতাক আহমেদ এর বই পড়ে কত যে রজনী কেটেছে হিসেব নেই। ২০১৫ সালে অনেকটা ঝোকের বশেই চর্চা প্রকাশনী থেকে "রংধনু" নামক বই বের হয়েছিলো। তারপর বহু বছর কেটে গেলো লেখাহীনভাবে। অতপর, মেঝো ভাইয়ের প্রবল উৎসাহের কারনে লেখক তার লেখালেখির দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। সেইথেকে ২০২৪ থেকে বিভিন্ন গল্প সংকলন যথাক্রমে আদী প্রকাশনীর "নিশুতি ৪ - ৮", বিবলিওফাইল প্রকাশনীর "বিবলিওথ্রিলার", ঈহা প্রকাশনীর "রোমাঞ্চপত্র"র দুটি গল্প সংকলন এবং চর্চা প্রকাশনীর "থ্রিলার ম্যানিয়া" তে গল্প প্রকাশিত হয়েছে। লেখকের আপাতত বেকারদিবস কাটছে। খুব দ্রুতই আরো গল্প এবং সাইকোলজিক্যাল উপন্যাস দ্বারা পাঠকদের কাছে পৌছোনোর ইচ্ছে আছে।