মুহাম্মদ আনোয়ারুল হক খান
মুহাম্মদ আনোয়ারুল হক খান
জন্ম : 7th November
Followers : 11

বায়োগ্রাফি : মুহাম্মদ আনোয়ারুল হক খানের জন্ম ৭ নভেম্বর ১৯৭৯ সালে, পিরোজপুরে। পেশায় ফার্মাসিস্ট। লেখালেখি তার কাছে রঙ্গিন ঘুড়ির মত। কল্পনার সীমানা পেরিয়ে যে ছুটে চলে মহাজগতিক পরিমণ্ডলে। এ যেন সময়টাকে স্থির করে দিয়ে এর আদি-অন্ত দেখার মত। তারপরও এ ঘুড়ি যেমন ইচ্ছে তেমন উড়তে পারে না, সুতোয়ে টান পড়ে বলে। এ টান যুক্তির টান। যৌক্তিক কল্পনা বললে ভুল হয় না। তারপরও নিজ ইচ্ছেয়ে সুতোটাকে ছিঁড়ে দিতে তার ভাল লাগে মাঝে মাঝে।