0
বায়োগ্রাফি : সামরিন তাহিরা কুড়ি থেকে গজে ওঠা একজন নবীন লেখিকা। জন্মস্থান কুমিল্লা।নিতান্তই শখের বসে ২০১৯ সাল থেকে লেখালেখির হাতেখড়ি। ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপে লিখেছেন দুইশোতাধিক গল্প। "অনন্যা" ও " কালি ও কলম" ম্যাগাজিনে নিয়মিত লিখতেন একসময়। ইচ্ছে আছে লেখালেখির মাধ্যমে অনেকটা পথ এগিয়ে যাওয়ার। মৌলিক বই প্রকাশের কাজ চলমান।