শাওনুল সাকিব
শাওনুল সাকিব
জন্ম : 17th October
Followers : 1

বায়োগ্রাফি : শাওনুল সাকিব, জন্ম ২০০৭ সালের ১৭ই অক্টোবর বরিশালের কাজলাকাঠীর খান পরিবারে। বাবা রিয়াজ খান ও মা চিনু বেগমের স্নেহেই বেড়ে ওঠা। জন্মের কিছুদিন পরেই ঢাকায় চলে আসেন, বেড়ে ওঠেন ধানমন্ডিতে। শাওনুল সাকিব ছোটবেলা থেকেই গল্প লেখা ও পড়ার প্রতি গভীর টান অনুভব করতেন। স্কুলজীবনে তার লেখায় ফুটে উঠত জীবন্ত চরিত্র ও বাস্তবধর্মী বর্ণনা। তবে করোনাকালে বাধ্য হয়ে স্কুল ছাড়তে হয় তাকে। তবে জ্ঞানের পিপাসা থেমে থাকেনি। বাসায় বসে তিনি পড়েন দর্শন ও সাহিত্যের বই, গড়ে তোলেন নিজস্ব চিন্তাধারা। একসময় চাকরিতে ঢুকলেও লেখার প্রতি ভালোবাসা শাওনুল সাকিবকে আবার কলমে ফিরিয়ে আনে। এখন নাটক লেখা ও ইবুক বিক্রির মাধ্যমে জীবন চালান। তার লেখায় মেলে আত্মদর্শন, জীবনদর্শন, সমাজ ও সময়ের গভীর বিশ্লেষণ, প্রেম, তার গল্প-উপন্যাসে পাওয়া যায় চিন্তাশীলতা ও জীবনবোধ। এছাড়া কবিতা লিখেও তিনি মন জয় করেছেন অসংখ্য পাঠকের। শাওনুল সাকিব বিশ্বাস করেন—যারা তাঁকে একবার চিনেছে, তারা ভালোবেসেই চিনেছে।