0
বায়োগ্রাফি : ময়মনসিংহ শহরেই শৈশব আর কৈশোরের সুন্দর সময়গুলো পার করেছেন। মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের গণ্ডি পেরিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ছেন। প্রাইমারি স্কুলে পড়ার সময় লেখালেখির হাতেখড়ি। ভাইয়ের দেখাদেখি গল্প, কবিতা লেখার চেষ্টা। সাহিত্য জগতে তার এই প্রচেষ্টায় সবসময় মা এবং ভাইকে পাশে পেয়েছেন। তাদের অনুপ্রেরণাতেই প্রথম বইটি প্রকাশের সাহস করেন। বাকিটুকু পাঠকের হাতেই ছেড়ে দিতে চান তিনি। স্বপ্ন দেখতে ভালোবাসেন। সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয়গুলোর পরিবর্তন দেখতে চান। আগামীর শিশুদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। এক বৈষম্যহীন সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন।