0
বায়োগ্রাফি : কুমিল্লা জেলার সন্তান, রায়হান মাহমুদ একজন তরুণ ইসলামপ্রেমী লেখক। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। তিনি ধর্মীয় বিষয়ে পড়াশোনা করছেন এবং একজন তরুণ লেখক হিসেবে নিজেকে আল্লাহর পথে, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত করতে চান। তাঁর লেখায় ফুটে ওঠে ইসলামী আদর্শ, আত্মশুদ্ধির আহ্বান এবং গল্পের মাধ্যমে জীবনের বাস্তবতা তুলে ধরার চেষ্টা। "তাওবা: নতুন করে বাঁচার শুরু" তাঁর প্রথম প্রকাশিত বই, যা পাঠকদের আত্মউন্নয়ন ও আল্লাহর দিকে ফিরে আসার পথে উদ্বুদ্ধ করবে। তিনি বিশ্বাস করেন, কলম হতে পারে সমাজ বদলের হাতিয়ার। সেই উদ্দেশ্যেই তিনি লেখালেখি করছেন মানুষের হৃদয়ে আলোর দিশা জাগাতে।