0
বায়োগ্রাফি : ফরিদ কবিরের জন্ম ১৯৫৯ সালের ২২ জানুয়ারি। বড় হয়েছেন পুরান ঢাকার জিন্দাবাহারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর মাস্টার্সে পড়লেও পরীক্ষা দেন নি ৷ পেশাজীবন মুদ্রণব্যবসা দিয়ে শুরু হলেও পরে চাকরি করেছেন ব্যাংকে, সেটা ছেড়ে যোগ দিয়েছেন সাংবাদিকতায়। সিনিয়র সহ-সম্পাদক, সহকারী সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছেন যথাক্রমে দৈনিক ‘জনপদ', ‘আজকের কাগজ’, ‘ভোরের কাগজ’ ও ‘আমাদের সময়'-এ। এখন জনসংযোগ পেশায় ৷ তার সম্পাদনায় বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন ছাড়াও প্রকাশিত হয়েছে সাপ্তাহিক ‘কাগজ' ও মাসিক ‘নতুনধারা’। তার সম্পাদনায় বেরিয়েছে বেশ কিছু কবিতা, গল্প সংকলন ও প্রবন্ধ সংকলনও। সম্পাদনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাগ্রন্থ ‘মুজিবপিডিয়া'। কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও সম্পাদনাসহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৩০টি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—‘ওড়ে ঘুম ওড়ে গাঙচিল’, ‘মন্ত্র’, ‘ওঁ প্ৰকৃতি ওঁ প্রেম’, ‘আমার কবিতা’, ‘আমার গদ্য’, ইত্যাদি । লিখেছেন আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার গল্প' ।