0
বায়োগ্রাফি : এসএসসি পরীক্ষায় ১৯৯১ সালে কুমিল্লা বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড এবং এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দশম স্ট্যান্ড করে দেশের সকল দৈনিক পত্রিকার প্রথম পাতায় জায়গা করে নিয়েছিলেন সেদিনের কিশোর মো. জেহাদ উদ্দিন। কেবল ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে নিবেদিতপ্রাণ এ মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) ডিগ্রি নিয়ে ‘গণকর্মচারী’ (বর্তমানে উপসচিব, অর্থ মন্ত্রণালয়) হিসেবে কাজ করছেন । মানুষ গড়ার প্রত্যয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। নজরুলচর্চা ও গবেষণায় নতুন মাত্রা যুক্ত করেছেন। জাতীয় কবিকে নিয়ে টেলিভিশনে সর্বাধিকসংখ্যক অনুষ্ঠানের নির্মাতা, সঞ্চালক । ব্রাহ্মণবাড়িয়ায় নিজবাড়িতে গণপাঠাগার এবং জাতীয় কবির নামে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সরকার নিযুক্ত ট্রাস্টি। বাংলা একাডেমি, বাংলাদেশ আইন সমিতি, বাংলাদেশ ইতিহাস সমিতির সদস্য। বাংলা একাডেমি প্রকাশ করেছে তার ‘বাংলাদেশের আয়কর আইন' গ্রন্থটি। এছাড়া ‘পলাশী ট্র্যাজেডির ইতিবৃত্ত'সহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানতাপস ড. এপিজে আব্দুল কালামের সাথে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে বৈঠক করেছেন তিনি। ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ । সঞ্চয় করেছেন বিপুল অভিজ্ঞতা। জেহাদের লেখা ও কর্ম মানুষের কল্যাণের জন্য। পাঠক নিজেকেই খুঁজে পাবে তার লেখায়।