সালেহ উদ্দিন আহমদ
সালেহ উদ্দিন আহমদ
জন্ম :
মৃত্যু :
Followers : 10

বায়োগ্রাফি : সালেহ উদ্দিন আহমদ বিভিন্ন পত্রপত্রিকায় অনেক বছর ধরে গল্প ও রাজনৈতিক প্রবন্ধ লিখছেন। বাংলাদেশে সাংবাদিকতা করেছেন পূর্বদেশ ও গণকণ্ঠে। পেশায় তিনি একজন কম্পিউটার বিশেষজ্ঞ ও শিক্ষক । দীর্ঘদিন কাজ করেছেন আইবিএম ও জেরক্সে। শিক্ষকতা করেছেন সৌদি আরব কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই । একটি গল্পগ্রন্থ ‘ঘূর্ণি নিলয়’, অন্যটি তার আত্মজ পাঠাও- এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে নিয়ে সম্পাদনা গ্রন্থ ‘ফাহিম সালেহ স্বপ্নের কারিগর' ।