আশরাফ আহমেদ
আশরাফ আহমেদ
Followers : 11

বায়োগ্রাফি : আশরাফ আহমদের জন্ম ১৯৫৬ সালের ১ অক্টোবর, সুনামগঞ্জের বুড়িস্থল গ্রামে। বাবা আক্কর আলী ও মা রোকেয়া খাতুনের বড় ছেলে । স্ত্রী কথাসাহিত্যিক নাসরীন জাহান আর কন্যা বিবিসির সাংবাদিক অর্চি অতন্দ্রিলাকে নিয়ে তাঁর জীবন-সংসার। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল ছিল তাঁর সাহিত্যচর্চার প্রস্তুতিকাল। '৭৬ সালে ঢাকায় এসে বের করেন লিটলম্যাগ ‘স্বকাল’ । সেই থেকে ঢাকার সব কাগজে নিয়মিত লিখতে শুরু করেন। ১৯৮৪ সালে তাঁর প্রথম কবিতার বই প্রকাশিত হয় । দীর্ঘ সময় কবিতার ঘোরে কাটালেও খুব বেশিসংখ্যক কবিতা লেখেন নি। মাঝপথে পেশাগত ব্যস্ততায় লেখালেখিকে সময় দিতে পেরেছেন কম । ফলে এ যাবৎ তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা আট। আড্ডা-সভা-মঞ্চবিমুখ মানুষ নিভৃতে নিজের মতো থাকতে পছন্দ করেন। ফলে সাহিত্যাঙ্গনে তাঁর তেমন বন্ধুবান্ধব নেই । বলা যায়, লেখকদের কোলাহলে তিনি একা ও নিঃসঙ্গ। ব্যক্তিজীবনে একদিকে কর্পোরেট জগতের তুখোড় নির্বাহী, অন্যদিকে এলায়িত আলাভোলা এক নির্জন সন্ন্যাসী। দ্বৈতসত্তা নিয়ে নিজের অবস্থান অনির্ধারিত জেনে আউটসাইডারের জীবন আর কবিতা নিয়ে তিনি সুখী। তাঁর কোনো প্রত্যাশা নেই । একটি ওষুধ কোম্পানিতে চিফ অপারেটিং অফিসার পদে সর্বশেষ কাজ করে অবসর নিয়েছেন।