0
বায়োগ্রাফি : সামস আহমেদের জন্ম নরসিংদীতে। পিতা মরহুম সুলতান উদ্দিন আহমেদ এডভোকেট ও মাতা মরহুমা আছিয়া সুলতান-এর প্রথম সন্তান । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এবং অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন । বিভিন্ন জার্নালে নিয়মিত গবেষণামূলক নিবন্ধ লিখেন । জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (কর) গ্রেড-১, হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব. ল-তে অধ্যাপক হিসেবে কাজ করছেন । অন্যপ্রকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মাধবী তুমি' ও ‘খণ্ডিত আকাশ’, ‘নিঃসঙ্গ চাঁদ’। শিশুতোষ গল্পগ্রন্থ ‘চিলেকোঠার ভূত’, শিশুতোষ ছড়ার বই ‘একশো ভূত’, ছড়ার বই ‘আবোল তাবোল’, এবং ‘ইচ্ছে পাখী' । টইটম্বুর থেকে প্রকাশিত শিশুতোষ ছড়ার বই ‘শত ছড়ার মেলা’ । পাঞ্জেরি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে কবিতার বই 'বৃষ্টি ও মেয়েটি’। এছাড়াও তিনি একজন গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, বংশীবাদক এবং অভিনেতা। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার। সহধর্মিণী লুৎফুন্নাহার পিকি একজন ঔপন্যাসিক, গল্পকার, কবি । একমাত্র সন্তান আবরার আহমেদ পড়াশোনার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং ও সাহিত্যচর্চার সঙ্গে জড়িত ।