0
বায়োগ্রাফি : কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আহমেদ বাসার-এর জন্ম ৪ জুন ১৯৮২ সালে, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে। পিতা আবদুল হাই ও মাতা আসমা খাতুন । সহধর্মিণী সানজিদা আক্তার ইমু। দুই কন্যা ওয়াসিয়া তাজনুর বারিষা ও ওয়াসফিয়া নাজরীন এশা। বিজবাগ এন কে উচ্চ বিদ্যালয় ও চৌমুহনী সরকারী এস. এ কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন । এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন । শামসুর রাহমানের কবিতা নিয়ে গবেষণা করে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে । রাজউক উত্তরা মডেল কলেজে বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত । ছোটবেলা থেকেই লেখালেখির সূচনা। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক, সাহিত্যপত্র ও ছোটকাগজে নিয়মিত লেখেন । প্রকাশিত গ্রন্থ ১৩টি । কাব্যগ্রন্থ : প্রথম অন্ধকার, প্রলম্বিত রাতের নর্তকী, ঘুড়িদের পার্থিব আকাশ, মানুষ তোমার দিকে, মর্ত্যের মাছিরা, সূর্যফুলের রৌদ্রঘ্রাণ; প্রবন্ধগ্রন্থ : শামসুর রাহমানের কবিতা: মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, বাংলাদেশের সাহিত্য: পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা; গল্পগ্রন্থ : রাতশিকারি; উপন্যাস : অতিমানবী; দ্বিখণ্ডিত চাঁদ; অনুবাদগ্রন্থ : ডি এইচ লরেন্সের কবিতা: ঈর্ষা ও একটি প্রেমগীতি; সম্পাদিত গ্রন্থ : নির্বাচিত প্রথম দশক। সম্পাদনা করেন সাহিত্য শিল্প ও সংস্কৃতির ছোটকাগজ ‘অক্ষৌহিণী' এবং শিল্পসাহিত্য ও সমাজ রাজনীতির পত্রিকা ‘সৃজন’। ইমেইল: ahmedbashar007@gmail.com