0
বায়োগ্রাফি : আহাদুজ্জামান মোহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পূর্বে তিনি কিছুকাল একটি ইংরেজি সংবাদপত্রে সহকারী সম্পাদক ছিলেন । পিএইচডি করেছেন যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ 'Communication and Political Socialization'. ‘অনুষঙ্গ’ তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ । ইতিপূর্বে তাঁর আরও তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় : ‘নক্ষত্র নিভে যায়’ (২০২০), ‘এইসব অনুভব’ (২০২২) এবং ‘শেষ সর্গ’ (২০২৩)।