খন্দকার আলী কাওসার
খন্দকার আলী কাওসার
জন্ম :
মৃত্যু :
Followers : 20

বায়োগ্রাফি : খন্দকার আলী কাওসার। পেশায় নিউরোসার্জন—ব্রেইন ও স্পাইনের অপারেশন করেন। আর অবসর সময়ের কিছু অংশে লেখালিখি। জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। পাবনা ক্যাডেট কলেজ থেকে মেধা তালিকায় স্থানসহ এসএসসি ও এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে করেছেন এমবিবিএস। এই সময়ে দৈনিক পত্রিকা, কলেজের বার্ষিকী কিংবা সাময়িকীতে চলেছে সাহিত্যচর্চা। ঢাকা সুবচন নাট্যদলে মঞ্চনাটক করতেন। সেখানে তার সম্পাদিত মঞ্চনাটকের মঞ্চায়ন হয়েছে। যুক্ত ছিলেন আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনে। ফেসবুকের অনলাইন লেখালিখির গ্রুপে গড়ে উঠেছে একটা পাঠককুল। এখন কর্মরত আছেন যুক্তরাজ্যের এডিনবরা রয়েল ইনফারমারিতে, কনসালটেন্ট নিউরোসার্জন হিসেবে। কর্মজীবনের মাঝপথে দেশ পরিবর্তনে পেশাগত জীবনে ব্যস্ততা বেড়েছে। তার সাথে যেন বেড়েছে বিশাল অভিজ্ঞতার ভান্ডার। বিভিন্ন দেশের মানুষকে দেখেছেন খুব কাছ থেকে। চিকিৎসক হিসেবে শরীরের অসুখের পাশাপাশি দেখেছেন মনের অসুখ, আবার সুখও ৷ সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘ যোগাযোগের ফলে বিভিন্ন সময়ে গল্প, কবিতা লেখা অব্যাহত রেখেছেন। তার প্রথম উপন্যাস ‘অন্তরের রূপান্তর' পাঠকপ্রিয়তা পেয়েছে এবং প্রথম সংস্করণ নিঃশেষ হয়েছে। দেশে ও বিদেশে দুই ধরনের জীবন যাপনের অভিজ্ঞতা তার দৃষ্টিকোণ ও ভঙ্গিকে ভিন্ন আঙ্গিক দিয়েছে। ফলে আশপাশের মানুষগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যচর্চাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

প্রেমে প্রহসনে
৳১২৫ ৳৩৫০