0
বায়োগ্রাফি : আমিনুল হকের জন্ম ৩০ ডিসেম্বর ১৯৯৩ সালে, কিশোরগঞ্জ জেলার সদর থানার চৌদ্দশত গ্রামে। পিতা মোঃ খোকন মিয়া ও মাতা মার্জিয়া খাতুন। চার ভাই-বোনের মধ্যে আমিনুল দ্বিতীয়। নিজ জেলাতেই স্কুল ও কলেজজীবন শেষে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, দর্শন বিভাগে । সেখান থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান জার্মানিতে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে তিনি এখন জার্মানিতেই কর্মরত আছেন । চতুর্থ শ্রেণিতে থাকাকালে তাঁর লেখালেখির চর্চা শুরু হয় ছড়া লেখার মধ্য দিয়ে । বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে স্থানীয় ছোটকাগজে প্রকাশিত হয় তাঁর গল্প ও কবিতা । তাঁর প্রথম উপন্যাস ‘অরণ্যের নিশাচর’ প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২৩-এ । ‘নীল নক্ষত্রের নিচে' তাঁর দ্বিতীয় উপন্যাস । সৃজনশীল লেখালেখির পাশাপাশি দর্শন ও সৌরজগত বিষয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা আছে ।