0
বায়োগ্রাফি : হোসেন আবদুল মান্নান একজন স্বকীয় বৈশিষ্ট্যের লেখক, প্রাবন্ধিক ও গল্পকার। তাঁর জন্ম ১৯৬২ খ্রি. । পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় । তিনি গত কয়েক বছর ধরে দেশের আলোচিত দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত কলাম লিখে চলেছেন। বর্তমান সময়ের লেখালেখির জগতে তিনি বহুল পরিচিত এক নাম । ইতিমধ্যে প্রকাশিত তাঁর বইয়ের সংখ্যা ১২টি, যা দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা/ প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে। তিনি বাংলাদেশ প্রজন্মের একজন সাবেক সিভিল সার্ভেন্ট। মাঠপ্রশাসনের প্রায় সকল পদে কাজ করার তাঁর দীর্ঘ এবং অম্ল-মধুর অভিজ্ঞতা রয়েছে। একাধিক জেলার জেলাপ্রশাসক, বিভাগীয় কমিশনার ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে দেশব্যাপী বিপুল সুনাম অর্জন তথা জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমানে তিনি ঢাকা এবং কিশোরগঞ্জের নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে অবসরজীবন কাটাচ্ছেন। লেখাপড়া এবং বিচিত্র বিষয় নিয়ে সুখপাঠ্য সাহিত্য সৃষ্টির প্রয়াসে তিনি এক নিরলস ও একনিষ্ঠ কুশীলব। লেখালেখি তাঁর একান্ত ভালোবাসার দিনলিপির মতন ।