সরোজ মেহেদী
সরোজ মেহেদী
জন্ম :
মৃত্যু :
Followers : 25

বায়োগ্রাফি : সরোজ মেহেদী একাধারে একজন একাডেমিশিয়ান, মিডিয়া বিশ্লেষক, গবেষক ও সাহিত্যিক। তিনি বর্তমানে ইউনিভার্সি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-সহ দেশের বেশ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। পরে তুর্কি সরকারের বৃত্তি নিয়ে সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা নিতে তুরস্কে যান। ইস্তুনবুল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে দেশে ফিরে এসে শিক্ষকতা শুরু করেন। ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন, ভিএফএক্স ও গেমিং নিয়ে দ্বিতীয় স্নাতক শুরু করলেও তা অসম্পন্ন রয়ে গেছে। ১ম স্নাতক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায়। সরোজ মেহেদী ইউরোপীয় ইউনিয়নের শিক্ষাবৃত্তি নিয়ে হাঙ্গেরি ও তুরস্ক থেকে ক্রেডিট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক দেয়ার ওয়ার্ল্ড-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। যুক্ত আছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সাথে। ২০১৯ সালে জার্মানি থেকে তুর্কি ভাষায় তার প্রথম বই প্রকাশিত হয়। ২০২২ সালে প্রকাশিত হয় করোনায় ভারত ভ্রমণ ও বন্দী জীবনের ভাবনা-দর্শনমূলক বই “চেনা নগরে অচিন সময়ে”। যা সচেতন পাঠক মহলে ব্যাপাক সাড়া জাগায়।