0
বায়োগ্রাফি : বিশ্বজিৎ ঘোষ প্রাবন্ধিক গবেষক ছোটগাল্পিক কবি । জন্ম ১৯৫৮ সালে, বরিশালে। প্রাক্তন অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাবেক উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (২০১৭-২০২১)। বিশ্বজিৎ ঘোষের গ্রন্থ-সংখ্যা ৭০-এর অধিক। তার গ্রন্থের মধ্যে আছে প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, ছোটগল্প, সম্পাদনা ইত্যাদি। উল্লেখযোগ্য বই : বাংলাদেশের সাহিত্য (১৯৯১), নজরুলমানস ও অন্যান্য প্রসঙ্গ (১৯৯৩), আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও রবীন্দ্রনাথ (১৯৯৪), বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈঃসঙ্গ্যচেতনার রূপায়ণ (১৯৯৭), রাষ্ট্রভাষা আন্দোলন ও উত্তরকাল (২০১০), অশেষ রবীন্দ্রনাথ (২০১৪), নির্বাচিত প্রবন্ধ (২০২৪) ইত্যাদি । পুরস্কার : মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৯৬), আবদুর রব চৌধুরী স্বর্ণপদক (২০০০), মাইকেল মধুসূদন স্বর্ণপদক (২০০৯), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১১), বিচারপতি ইব্রাহিম স্মারক স্বর্ণপদক (২০১৫), ঋষিজ পদক (২০১৭), একুশে পদক (২০১৯) ইত্যাদি ।