0
বায়োগ্রাফি : ইমরান হুসাইন জন্মেছেন ঝিনাইদহ জেলার শালিয়াতে। তিনি একজন নিবেদিতপ্রাণ গবেষক, যিনি টেকসই উন্নয়ন এবং পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি এম.এস.এস পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। বিগত কয়েক বছর ধরে তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) নিয়ে বিস্তৃত গবেষণা চালিয়ে যাচ্ছেন। বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, স্মার্ট প্রযুক্তি, টেকসই পরিবেশ এবং পানি ব্যবস্থাপনা তাঁর গবেষণার মূল বিষয়। তাঁর গবেষণা- প্রবন্ধগুলো Scopus এবং Web of Science-এর মতো আন্তর্জাতিক ডাটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে এবং তিনি নিয়মিত আন্তর্জাতিক জার্নালে পর্যালোচক হিসেবে কাজ করেন। ইমরান একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে গবেষণালব্ধ জ্ঞান শেয়ার করে চলেছেন। তিনি ইতোমধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বই সম্পাদনা করেছেন- IGI Global, USA থেকে প্রকাশিত “Intersecting Environmental Governance with Technological Advancement” এবং CRC Press, Taylor & Francis থেকে আসন্ন “Achieving Sustainable Development Goals in the Age of Industry 4.0”। শিক্ষা ও গবেষণার বাইরে ইমরান একজন লেখক ও কলামিস্ট হিসেবে পরিচিত, যিনি নিয়মিতভাবে জাতীয় দৈনিকগুলোতে টেকসই উন্নয়ন, পরিবেশ শাসন এবং স্মার্ট প্রযুক্তি নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। তাঁর লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং প্রযুক্তি ও টেকসই নীতির সমন্বয়ে নতুন সমাধান খুঁজে বের করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে সহায়ক হবে।