0
বায়োগ্রাফি : লেখক আলী আববাস । বাবা মোঃ তফিজ উদ্দিন, মা মোছাঃ হালিমা বেগম। জন্ম এলংজানি নামক ছোট্ট নদীর কুলঘেঁষা নিবিড় পল্লি গাঁও মুশুরিয়ায়, যেটি টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন এলাসিন ইউনিয়নে অবস্থিত। আলী আববাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞানের ছাত্র হলেও তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময় থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি এজিএম পদে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে কর্মরত। কর্মব্যস্ত জীবনের মাঝেও সৃজনশীলতার প্রতি তার অনুরাগ চিরায়ত । বই পড়ার প্রতিও রয়েছে তাঁর প্রবল আগ্রহ। সৃষ্টিশীল কাজে তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর সহধর্মিণী ফ্লোরা আলী। ভিন্নধর্মী গল্পের সমাহারে আলী আববাসের এই 'লেখকের মৃত্যু' গল্পগ্রন্থটিতে জীবন-জীবিকা, প্রেম-প্রকৃতি, হাসি-কান্না, সুখ-দুঃখ ও চলমান সামাজিক চিত্র ফুটে উঠেছে। উল্লেখ্য, তাঁর প্রথম কাব্যগ্রন্থ অন্যপ্রকাশ কর্তৃক প্রকাশিত 'হুলমাজারে'। ব্যক্তিগত জীবনে স্ত্রী ফ্লোরা, দুই কন্যা প্রমি ও নোভাকে নিয়েই তাঁর আপন ভুবন।