0
বায়োগ্রাফি : পৈতৃক নিবাস চাঁদপুরে। স্কুল জীবন চাঁদপুর শহরে কাটালেও কলেজ জীবন কেটেছে ঢাকা শহরে। অতঃপর ঢাকা ছেড়ে চলে যেতে হলো খুলনা শহরে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করবার পর আবারও ফিরে আসতে হলো সেই যাদুর শহর ঢাকায়। বর্তমানে ঢাকা-চাঁদপুর-ঢাকা... মোটামুটি এক যাযাবরের মত জীবন যাপন করে চলেছেন। লেখালিখির শুরুটা স্কুল জীবন থেকে; বইয়ের পাতায় প্রথমবারের মত গল্প ঠাই পায় ২০১৭ সালে। পরবর্তীতে প্রকাশিত হয় উপন্যাস "সেফটিপিন"। উপন্যাসের পরপরই প্রকাশিত হয় গল্পগ্রন্থ "শেষ বসন্ত"। এরপর দু বছর বিরতি নিয়ে প্রকাশিত হয় উপন্যাস "বাইশ বছর পরে"। অন্যান্য প্রকাশিত লেখা- প্রত্যাবর্তন, অবারিত নীলিমার খোঁজে আর ভবিতব্য।