0
বায়োগ্রাফি : জন্ম ১৯৬১ সনের ৩০ ডিসেম্বর নানার বাড়ি বাহ্মণবাড়িয়া শহরে। বেড়ে ওঠা বাবার কর্মক্ষেত্র চট্টগ্রামে। একাত্তরে বাবা ফয়জুর রব অলি পাববাহিনীর হাতে বন্দী হন এবং এরপর আর ফিরে আসেননি। তিনিও লেখালেখি করতেন। বাবার হাত ধরেই বই পড়ার অভ্যাস গড়ে উঠেছিল শৈশবেই। বই পড়তে পড়তেই লেখার ইচ্ছা জাগে। স্কুল ম্যাগাজিনে লেখা দিয়েই লেখার সূত্রপাত। পারিবারিকভাবে এক প্রগতিমনা এবং সমাজসচেতন পরিবেশে বড় হয়ে উঠেছেন। তাঁর চিন্তা, চেতনা, জীবনধারা ও লেখায় তার ছাপ পরিস্ফুটিত। শিক্ষাগত জীবনে মেধাবী ছাত্রী ছিলেন । বাংলা ও ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জন করেন । '৭১-এর স্মৃতিকথা' বইয়ের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ১৯৮৩। একই বছরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগদান ১৯৯১-এ। ২০২০-এ চাকরী হতে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা এবং এক পুত্রের জননী ।