0
বায়োগ্রাফি : গ্রাম: রামনগর, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে কর্মরত। ঢাকা বিভাগে শিক্ষা ও চাকুরী ক্যটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রাপ্ত। গল্পের বই 'বাঘবন্দি' ২০১২ সালের একুশে বই মেলায় প্রকাশিত এবং বইটির ২য় মুদ্রণ প্রকাশিত হয়েছে ২০২০ সালে। প্রথম কবিতার বই *ভালোবাসা ছাড়া আমার আর কোনো নেশা নেই' প্রকাশিত হয়েছে একুশে বইমেলা ২০২১ এ। ২০২৩ সালের একুশে বই মেলায় প্রকাশিত হয় দ্বিতীয় কবিতার বই 'পৃথিবীর গল্পগুলো নিঃসঙ্গতার। এছাড়াও 'মাতৃকথন' নামে একটি বার্ষিক লিটল ম্যাগাজিনের সম্পাদক।