মোঃ আরিফুল ইসলাম জিদান
মোঃ আরিফুল ইসলাম জিদান
জন্ম : 1st August
মৃত্যু :
Followers : 27

বায়োগ্রাফি : জন্ম বাগেরহাট জেলায়। তিনি বিজ্ঞান বিভাগের একজন অধ্যয়নরত ছাত্র, তবে তার সাহিত্যচর্চার প্রতিও গভীর অনুরাগ রয়েছে। তার পিতা আসাদুজ্জামান এবং মাতা সুজালা বেগম তার শিক্ষা ও সৃজনশীলতার বিকাশে উৎসাহ দিয়েছেন। বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়া সত্ত্বেও, মোঃ আরিফুল ইসলাম জিদান সাহিত্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছেন এবং বিশেষত গদ্য কবিতা ও উপন্যাস রচনায় নিজেকে নিবেদিত করার পরিকল্পনা করেছেন। "বিষাদময় শূন্য হৃদয়ের প্রত্যাবর্তন" তার প্রথম প্রকাশিত বই ।