0
বায়োগ্রাফি : পুরো নাম এস. এম. রিয়াদ চৌধুরী। শৈশব আর কৈশোর কেটেছে চট্টগ্রামে। ছোটোবেলা থেকে ঘরকুনো হয়ে বড় হয়ে ওঠা লেখক প্রথম বইয়ের স্বাদ পেয়েছেন কলেজজীবনের শেষে এসে। কোনো একসময় মনে হলো তিনি সামান্য হলেও লিখতে পারেন এবং একটু-আধটু কি-বোর্ড না চাপলে খুবই এলোমেলো লাগে জীবনটা। তাই প্রতিকূল পরিবেশেও চেষ্টা করে যাচ্ছেন লেখকসত্তাটাকে টিকিয়ে রাখতে। এই চেষ্টার পাশাপাশি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সিজিপিএ ঠেকাতে ব্যস্ত থাকতে এবং ‘কীভাবে বাপের হোটেল থেকে বের হবো?’, সিলিংয়ের দিকে তাকিয়ে ‘কীভাবে বড় হবো?’ জাতীয় প্রশ্ন মাথায় নিয়ে রাত জাগতে দেখা যায়।