মাহমুদুর রহমান
মাহমুদুর রহমান
জন্ম : 1st September
Followers : 26

বায়োগ্রাফি : মাহমুদুর রহমানের লেখালেখির শুরু ইতিহাস দিয়ে। মোগল আমলের ইতিহাস নিয়ে লিখেছেন দুই খণ্ডের 'মোগলনামা'। প্রকাশ হয়েছে যথাক্রমে ২০১৯ ও ২০২০ সালে। এরপর লিখেছেন পুরাণ নিয়ে। মহাভারত নিয়ে লিখছেন তিনটি উপন্যাস; রাধেয়, শকুনি উবাচ ও দ্রৌপদী। এছাড়া সামাজিক উপন্যাস রঙ মিলান্তি, রুসওয়া ও বেলাভূমি। এখনো লিখছেন সাহিত্য সমালোচনা, ফিচার, ইতিহাস এমনকি সিনেমা নিয়েও। কেননা লেখাটাই নেশা। লেখাকে পেশাও করে নিয়েছেন।