আব্দুল্লাহ যোবায়ের
আব্দুল্লাহ যোবায়ের
জন্ম : 28th December
Followers : 25

বায়োগ্রাফি : আব্দুল্লাহ যোবায়ের। বাবা অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান, মা নাফিসা সুলতানা। ঢাকাতেই জন্ম ও বেড়ে ওঠা। বর্তমানে শিক্ষকতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। শখের বশে লেখালেখি করেন। পড়াশোনায় আগ্রহের জায়গা তাসাউফ ও আধ্যাত্মিকতা। সওতুল মদীনা নামে একটি আধ্যাত্মিকতা বিষয় মাসিক তিনি সম্পাদনা করছেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ১২ টি। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আর রিসালাতুল কুশায়রিয়্যাহ, রিসালাতুল মুয়াওয়ানাহ, শায়খ আব্দুল কাদির জিলানি (র.) জীবনদর্শন, নারী সুফিদের জীবনকথা বিশেষভাবে উল্লেখযোগ্য।